Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হোলি কাউ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

বলিউড শীর্ষ পাঁচ

১. হোলি কাউ। ২. দোবারা। ৩. কার্তিকেয় ২।
৪. লাল সিং চাড্ডা। ৫. রক্ষা বন্ধন।


হোলি কাউ
‘রিভলভার রানি’ খ্যাত সাই কবির পরিচালিত ডার্ক কমেডি ধারার ফিল্ম। সেলিম আনসারি (সঞ্জয় মিশ্র) আর সাফিয়ার (সাদিয়া সিদ্দিকি) সংসারে ঝামেলার শেষ নেই। ঝামেলা কয়েকগুণ বাড়িয়ে দিতে তাদের গাভী রুকসার হঠাৎ হারিয়ে গেল। এই রুকসারকে নিয়ে সেলিমের এক রাতের অ্যাডভেঞ্চারই ‘হোলি কাউ’র গল্প। একটি গরুকে সন্ধান করা যে এতটা ঝামেলার হতে পারে তা কে জানত? স্বাভাবিকভাবেই তারা প্রথম থানায় বিষয়টি জানায়। থানার কর্মকর্তা (নওয়াজউদ্দিন সিদ্দিকি) আর যে কোনও পুলিশ কর্মকর্তার মত বিষয়টি যে সাধারণ হারিয়ে যাবার ঘটনা তা মানতে চায়ই না। এছাড়া মহল্লার মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবেশীদের সঙ্গে গরু হারানো নিয়ে দ্বন্দ্ব বেড়ে যায়। অবস্থাদৃষ্টে মনে হয় সাফিয়া আর সেলিমকে গরু খোঁজার চেষ্টা পরিত্যাগ করতে হবে শেষে। কিন্তু সেলিম নাছোড় বান্দা সে এর শেষ দেখেই ছাড়বে। পরিবারটি কি শেষ পর্যন্ত রুকসারকে খুঁজে পাবে? নাকি হাল ছেড়ে দেবে? নাকি আরও ঝামেলায় মুখোমুখি হবে তারা?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোলি কাউ

২ সেপ্টেম্বর, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ