প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১. দি ইনভিটেশন। ২. বুলেট ট্রেইন। ৩. বিস্ট। ৪. টপ গান : ম্যাভরিক। ৫. ড্রাগন বল সুপার : সুপার হিরো।
দি ইনভিটেশন
জেসিকা এম. থমসন পরিচালিত হরর থ্রিলার ফিল্ম। পূর্ণদৈর্ঘ্য ‘দ্য লাইট অফ দ্য’ এবং একাধিক স্বল্পদৈর্ঘ্য ফিল্ম ছাড়াও থমসন ‘দি এন্ড’ টিভি সিরিজের ছয়টি পর্ব পরিচালনা করেছেন। ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ উপন্যাসের ছায়া অবলম্বনে ফিল্মটির চিত্রনাট্য রচিত হয়েছে। মায়ের মৃত্যুর পর কোনও নিকটাত্মীয়’র সন্ধান না পেয়ে ইভি (নাটালি ইমানুয়েল) ডিএনএ পরীক্ষার পর জানতে পারে তার এক জ্ঞাতি ভাই আছে, যার কথা সে আগে জানত না। তাকে সে খুঁজে বের করে। যোগাযোগ করার পর তাকে সেই ভাইয়ের বাড়িতে দাওয়াত করা হয়। ইংল্যান্ডের শহরতলির প্রাসাদে অভিজাত সেই পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় সে। প্রথমেই সেই বাড়ির অভিজাত আর আকর্ষণীয় মেজবান তার সঙ্গে অন্তরঙ্গ হবার চেষ্টা করে। কিন্তু কিছু পরেই সে তার ভীতিকর উদ্দেশ্য টের পায়। ধীরে ধীরে জানতে পারে তার এই দূরের স্বজন পরিবারের সদস্যরা আসলে বাইরে থেকে যেমন মনে হয় তেমন স্বাভাবিক নয়, এদের সবাইই রক্তপানকারী ভ্যাম্পায়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।