Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার মুসলিমদের কাতারে গ্রিক তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে দিন দিন ইসলামের প্রতি ভালোবাসা ও আগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে কারো না কারোর মুসলিমদের কাতারে শামিল হওয়ার খবর। এবার সে তালিকায় যুক্ত হলেন এক গ্রিক তরুণী। গত সপ্তাহের মাঝামাঝিতে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালের দারুল ইফতায় একটি ঘরোয়া অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেন তিনি। গ্রিক ওই তরুণীর নাম এমিলিয়া সিরাকো। চানাক্কালের সহকারী মুফতি শায়খ মোহাম্মদ আলির কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন তিনি। ওই অনুষ্ঠানে শায়খ মোহাম্মদ আলি এমিলিয়া সিরাকোকে সত্য ধর্ম ইসলামে প্রবেশ করায় উষ্ণ অভ্যর্থনা জানান এবং এ সময় তার উদ্দেশে ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরেন। একইসাথে জীবনে তা বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন শায়খ মোহাম্মদ আলি। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ