মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের নিরাপত্তা বাহিনী প্রায় চার কোটি ৭০ লাখ অ্যাম্ফিটামিন ট্যাবলেট জব্দ করেছে। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, এটি একক অভিযানে ধরা পড়া দেশটির সবচেয়ে বড় অ্যাম্ফিটামিন চোরাচালান। বুধবার সংস্থাটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। সউদী প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন, ‘অভিযানে আটার ব্যাগের চালানে লুকিয়ে রাখা চার কোটি ৬৯ লাখ ১৬ হাজার ৪৮০টি অ্যাম্ফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে চোরাচালানে জড়িত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ আল-নুজাইদির তথ্য মতে, অ্যাম্ফিটামিনের চালানটি সউদী আরবের রিয়াদ শুষ্ক বন্দরে পৌঁছনোর পর গুদামে স্থানান্তরিত করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী গুদামটিতে অভিযান চালিয়ে ছয় জন সিরিয়ার নাগরিক এবং দুই পাকিস্তানিকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আল-নুজাইদি আরো জানিয়েছে, একক চোরাচালান অভিযানে এটিই সবচেয়ে বড় আটক। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।