Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুগল ক্রোম ব্যবহারে সতর্ক করলো ম্যাকাফে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ পিএম

ওয়েব ব্রাউজার হিসেবে এই মুহূর্তে গুগল ক্রোম অত্যন্ত জনপ্রিয়। ওই ওয়েব ব্রাউজারের এক্সটেনশনই সবথেকে বেশি। কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে বেশ কয়েকটি এক্সটেনশন বেশ বিপজ্জনক। এটি ব্যবহার করলে ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতছাড়া হতে পারে। অ্যান্টি ভাইরাস সংস্থা ম্যাকাফে একথা জানিয়ে সতর্ক করেছে সকলকে।

গুগল যে কোনও এক্সটেনশনকে তার ব্রাউজারে অন্তর্ভুক্ত করার আগে সেটি নিরাপদ কিনা তা যাচাই করতে স্ক্যান করে নেয়। কিন্তু কয়েকটি এক্সটেনশনকে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করা গিয়েছে। ম্যাকাফের ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে ক্রোম ওয়েব স্টোরেই পাওয়া যায় ওই এক্সটেনশনগুলি। এখনও পর্যন্ত ১৪ লাখ বার ডাউনলোডও হয়ে গিয়েছে সেগুলি।

এই এক্সটেনশনগুলি হল নেটফ্লিক্স পার্টি, নেটফ্লিক্স পার্টি ২, ফ্লিপশোপ- প্রাইস ট্র্যাকার, ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার ও অটোবে ফ্ল্যাশ সেলস। এর মধ্যে নেটফ্লিক্স পার্টি ডাউনলোড হয়েছে ৮ লাখ বার। নেটফ্লিক্স পার্টি ২ ডাউনলোড হয়েছে ৩ লাখ। এছাড়া ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার ২ লাখ, ফ্লিপশপ ৮০ হাজার এবং অটোবে ফ্ল্যাশ সেলস ২০ হাজার বার ডাউনলোড হয়েছে।

রিপোর্ট অনুসারে ওই পাঁচটি এক্সটেনশনের বিরুদ্ধে অভিযোগ একই। এই এক্সটেনশনগুলিতে ম্যালওয়্যার রয়েছে। যখই ইউজাররা কোনও ওয়েবসাইটে যান, তখনই এই ম্যালওয়্যারগুলি পেজের ইউআরএল পাঠিয়ে দেয় আরেক সার্ভারে। এ পরিস্থিতিতে তাই সমস্ত ইউজারকেই পরামর্শ দেওয়া হচ্ছে এই এক্সটেনশনগুলি এড়িয়ে চলার। আর যদি ইতিমধ্যেই আপনি এগুলির মধ্যে কোনওটি ডাউনলোড করে থাকেন, তাহলে অবিলম্বে তা আনইনস্টল করারই পরামর্শ দিচ্ছে ম্যাকাফে। সূত্র: সিনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাকাফে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ