বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীতে পুলিশী বাধার মুখে বর্ণাঢ্য র্র্যালী ও সমাবেশের মধ্যদিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলেও দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির বাসায় সরকার দলীয় সমর্থকদের কর্তৃক বাসায় হামলার ঘটনা ঘটেছ। বৃহষ্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে পূর্ব নির্ধারিত স্থান বধূয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভার উদ্যোগ নিলে পুলিশ সেখানে সভা করতে বাধা দিয়ে বিএনপির কার্যালয়ে সভা করার কথা বললে বিএনপির নেতৃবৃন্দ বনানী মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নি মিয়ার সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালবায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাডঃ মুজিবুর রহমান টোটন, দেলোয়ার হোসেন খান নান্নু, মোফাজ্জেল হোসেন দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, সাধারন সম্পাদক মনির রহমান মনির মৃধা, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক এড. কবির হোসেন, জেলা যুবদলের নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, সদর উপজেলা যুবদলের সভাপতি রিমানুল ইসলাম রিমু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, মীরা খান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদ খান বাবুল, সাধারন সম্পাদক মনির মাহমুদ মনির, জেলা মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি মোঃ শফিকুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, ছাত্রদল নেতা আল আমিন, মেহেদী হাসান শামিমসহ শত শত নেতা-কর্মী। এর আগে শহরে একটি মিছিল বের করে বিএনপির শত শত কর্মীরা।
সমাবেশ শেষে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির বাসায় সরকার দলের কতিপয় কর্মী- সমর্থক মোটর সাইকেল মহড়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ করেন বিএনপি নেতা স্নেহাংশু সরকার কুট্টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।