Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩১ পিএম

দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার। বিশ্ববিদ্যালয়ের ৭ম ভিসি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির (চ্যান্সেলর) আদেশক্রমে উপ-সচিব মোছাম্মত. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিসির নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

এর আগে প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন গত ১২ আগস্ট কুয়েটে ভাইস-চ্যান্সেলর হিসেবে তার ৪ বছরের মেয়াদ শেষ করেন।

এরপর গত ২১ আগস্ট পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠতম ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলামকে (গ্রেড-১) কুয়েটের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. মিহির রঞ্জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ