Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহকর্মীর হাতে খুন হয় তৃতীয় লিঙ্গের ডায়না

১১ দিন পর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যাত্রাবাড়ীর গোলাপবাগে তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ওরফে ডায়নার (৪৮) খুনের ঘটনায় গৃহকর্মী শোয়েব আক্তার লাদেনকে গ্রেফতার করেছে পুলিশ। ডায়নার লাশ ১১ দিন পড়েছিলো নিজের শয়নকক্ষে।
গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের ডিসি জিয়াউল আহসান তালুকদার বলেন, গত শনিবার বিকেলে গোলাপবাগের একতলা বাড়ির কক্ষ থেকে ডায়নার লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত লাদেনকে সোমবার শেরপুরের নালিদতাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। লাদেন জানিয়েছেন, গত ১৬ আগস্ট এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়ির ফটক টপকে পালিয়ে যান তিনি। ডায়নারা ছয় ভাই-বোন, সবাই আমেরিকার সিটিজেন এবং ডায়না নিজেও আমেরিকান সিটিজেন। দুই বছর আগে ডায়না দেশে এসে ওই বাসায় বসবাস করছেন। এখানে তার কাছের কোনো স্বজন নেই। ডিসি আরও বলেন, লাদেন ডায়নার বাসায় কাজ করতেন। যখনই প্রয়োজন হতো, তখনই ডায়না তাকে ডাকতেন। এভাবেই তাদের মধ্যে একটা ভিন্ন সম্পর্ক গড়ে ওঠে। ডায়না একা বাসায় থাকতেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে লাদেন বিয়ে করেন। বিয়ের পরও লাদেন এবং ডায়নার মধ্যে ভিন্ন সম্পর্ক থেকে যায়। কিন্তু লাদেনের বিয়ে ও নতুন জীবনকে ডায়না কিছুতেই মেনে নিতে পারছিলেন না। লাদেনও ডায়নার সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে চাইতেন। কিন্তু ডায়না টাকা দিয়ে লাদেনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইতেন।
১৬ অগাস্ট ঘনিষ্ট সম্পর্কের একপর্যায়ে হাতুড়ি দিয়ে ডায়নার মাথা ও হাঁটুতে উপর্যুপরি আঘাত করায় ডায়না অচেতন হয়ে বিছানায় পড়ে থাকেন। লাদেন দ্রুত মূল ফটক টপকে পালিয়ে যান। এতদিন লাশ পড়ে থাকার পরও আশপাশের কেউ টের পাননি।
সবুজবাগে অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকার একটি বাসা থেকে গত মঙ্গলবার রাতে আতিকুজ্জামান (৪৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছের পুলিশ। সবুজবাগ থানার এসআই ইয়াকুব আলী বলেন, নিহত আতিকুজ্জামান কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা। তিনি দ্বিতীয় স্ত্রী নাসিমা ও এক সন্তানকে নিয়ে পশ্চিম মাদারটেকের ওই বাসায় থাকতেন। ঝগড়া হলে তার স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়। এর পর তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাসা থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ