Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাছাইপর্বে কঠিন গ্রূপে বাংলাদেশ

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের আগের আসরগুলোয় নকআউট পর্বের আগে আয়ারল্যান্ডের সঙ্গে দেখা হয়নি বাংলাদেশের। এবার গ্রæপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে এই দুই দলের। বাছাইপর্বে তাই একটু কঠিন গ্রæপেই পড়েছে বাংলাদেশ। আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর আবু ধাবিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ‘এ’ গ্রæপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রæপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রæপের দুটি শীর্ষ দল উঠবে ফাইনালে। তারাই যোগ্যতা অর্জন করবে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থানের ভিত্তিতে এবার সরাসরি বাছাইপর্বে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড। এই দুই দলকে দুই গ্রæপে রেখে সাজানো হয়েছে দুই গ্রæপ। বাকি দলগুলো এসেছে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে কিংবা ওই অঞ্চলের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে। এবার নিয়ে চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। আগের তিনবারই তারা বাছাইপর্ব উতরেছে সাফল্যের সঙ্গে, দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্সআপ।
দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম ও পাশেই একাডেমি মাঠে একসঙ্গে চলবে খেলা। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের লড়াই। ১৯ সেপ্টেম্বর খেলা স্কটল্যান্ডের সঙ্গে, ২১ সেপ্টেম্বর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনালই হবে ২৩ সেপ্টেম্বর, ফাইনাল ২৫ সেপ্টেম্বর। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ ফেব্রæয়ারি শুরু হবে ১০ দলের এই টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকার তিনটি ভেন্যুতে খেলা হবে ২৬ ফেব্রæয়ারি পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ