Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সূর্য-কোহলির ঝড়ো ফিফটিতে ভারতের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১০:০৪ পিএম | আপডেট : ১০:০৬ পিএম, ৩১ আগস্ট, ২০২২

সূর্য-কোহলির ঝড়ো ফিফটিতে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে ভারত। এশিয়া কাপের চতুর্থ ম্যাচে আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও হংকং।

ম্যাচে টস হেরে হংকংয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার জুটিতে আসে ৩৮ রান। ১৩ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন রোহিত। এরপর রাহুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন কোহলি। রাহুল অবশ্য আলো ছড়াতে পারেননি। ৩৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি।

রাহুল বিদায় নিলেও কোহলি রানের চাকা সচল রাখেন সূর্যকুমারকে নিয়ে। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম ফিফটির দেখা পেয়েছেন কোহলি। সমান ফিফটি আছে তার সতীর্থ রোহিতেরও। ৪০ বলে ফিফটি ছুঁয়েছেন কোহলির। এশিয়া কাপের এই আসরে এটাই প্রথম ফিফটি।

এরপর হাত খুলতে শুরু করেন সূর্যকুমার। মাত্র ২২ বলে ফিফটি করেন তিনি, যার স্ট্রাইক রেট ২৫০। শেষ ওভারে তার ব্যাট থেকে আসে ২৬ রান, যার মধ্যে আছে ৪টি ছক্কা। কোহলির সঙ্গে তার জুটিতে আসে ৯৮ রান।

শেষ পর্যন্ত ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্য এবং কোহলি মাঠ ছাড়েন অপরাজিত ৪৪ বলে ৫৯ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ