Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা ইথেরিয়ামের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আধুনিকায়নের মাধ্যমে ৯৯ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা করছে ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ ক্রিপ্টোকারেন্সি আগামী মাসের মধ্যেই এ বিষয়ে পরিকল্পনা সম্পন্ন করবে। প্লাটফর্মটিকে নিয়ন্ত্রণ করা ফাউন্ডেশন এমন তথ্য নিশ্চিত করেছে। ‘দি মার্জ’ নামের এ প্রকল্পের ফলে এথেরিয়াম ক্রিপ্টো লেনদেন করার প্রযুক্তিতে পরিবর্তন আনবে। তার বদলে একটি নতুন প্রক্রিয়া নিয়ে আসবে যেটা নিয়ন্ত্রণ করতে কিছুটা কম জ্বালানি প্রয়োজন হবে। মার্জ প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর ভার্চুয়াল মুদ্রার মাইনারদের ভ‚মিকা শেষ হবে ইথেরিয়াম ইকোসিস্টেমে। ফলে ব্যাপকহারে কমে যাবে বিদ্যুতের ব্যবহার। ডিজিনোমিস্ট ওয়েবসাইট পরিচালনা করা ডাচ ইকোনমিস্ট অ্যালেক্স ডি রাইস বলেন, ইথেরিয়াম মাইনিংয়ের কারণে বছরে ৭২ টেরাওয়াট ঘণ্টা জ্বালানি খরচ হয়। বার্ষিক একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে কলম্বিয়া, সেই সঙ্গে সেখানে সুইজারল্যান্ডের সমান কার্বন নিঃসরণও হয়। নতুন পরিবর্তনের কারণে ক্রিপ্টোকারেন্সি ‘প্রুফ অব ওয়ার্ক’ পদ্ধতি থেকে সরে যাবে। তার বদলে এখন থেকে ‘প্রুফ অব স্টেক’ পদ্ধতি ব্যবহ‚ত হবে। ফলে পুরো নেটওয়ার্ক ব্যবহারকারীদের দ্বারাই নিরাপদ থাকবে। দ্য গার্ডিয়ান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ