গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম, খুন, লুটপাট, অর্থ পাচার, জুলুম- নিপীড়নের সমস্ত সীমা-পরিসীমা অতিক্রম করেছে মাফিয়া সরকার। পাপাচারে পূর্ণ হয়ে গেছে। চারদিকে দুর্নীতি লুটপাট টাকাপাচার আর বিনাভোটে রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যার্থতা আড়াল করতে প্রায়শঃই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে মিথ্যাচার করেন। অশালীন অশ্রাব্য ভাষায় কটূকথা বলেন। উদ্ভট সব তত্ত¡-তথ্য হাজির করেন। বুধবার বিকেলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, গত মঙ্গলবার আওয়ামী লীগের এক স্মরণসভায় শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যেসব টাটকা মিথ্যা কথা, ইতিহাস বিকৃত এবং অরুচিকর কুৎসা বয়ান করেছেন তা সুস্থ মস্তিস্কে উচ্চারণ সম্ভব কি না তাতে জনগণের ঢের সন্দেহ আছে। তার বক্তব্য শুনে মনে হয়েছে লেলিহান প্রতিহিংসাপরায়ণতা যেন তার মুখ দিয়ে তরল গরল হয়ে উদগীরণ হচ্ছে। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষ দাবানলের মতো ফুঁসে উঠেছে। নিভৃত জনপদেও সরকারের পতন দাবিতে বানের মতো অকল্পনীয় উত্তাল জনস্রোত দেখে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। পুলিশ এবং তার দলীয় সশস্ত্র বাহিনী দিয়ে মিছিলে এবং বাসাবাড়িতে নারকীয় কাপুরোষচিত হামলা করেও গণবিদ্রোহ ঠেকাতে পারছে না। এখন পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
রিজভী বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ওই সময়ের বিরোধীদলের অন্ততঃ ৪০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সর্বহারা পার্টির শীর্ষ নেতা সিরাজ শিকদারকে গুম, অপহরণ এবং হত্যা করে পার্লামেন্টে হুঙ্কার দেয়া হয়েছে 'কোথায় আজ সিরাজ শিকদার'। ইতিহাস সাক্ষী, গুম, অপহরণ আওয়ামী লীগের মজ্জাগত। ৭৩ এর জাতীয় নির্বাচনে কারচুপির সাক্ষীদের কেউ কেউ এখনো বেঁচে রয়েছেন। সেই আওয়ামী লীগ যখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে গুম-খুন-অপহরণ কিংবা নির্বাচনে কারচুপির অভিযোগ করেন তখন বোঝা যায় আওয়ামী লীগের চরিত্র এখনো পাল্টায়নি। তারা কতটা দেউলিয়া হয়ে গেছে।
তিনি বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন তেলের দাম ৫২ শতাংশ বাড়ানোর পর মানুষের রুদ্ররোষ, অব্যাহত প্রতিবাদ ও অসন্তোষে ভীত হয়ে নিশিরাতের গণবিরোধী সরকার লিটার প্রতি ৫ টাকা কমানো জনগণের সঙ্গে নিছক তামাশা এবং নির্মম প্রতারণা মাত্র।
রিজভী বলেন, দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত ও নিষ্ঠুর হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে গুরুতর আহত করেছে। এসব বর্বরোচিত ও নৃশংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, কুমিল্লা উত্তর জেলার মুরাদনগরে ৫ টি স্পটে ১৪৪ ধারা, ৫২ জনের অধিক গ্রেফতার, মিছিলে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা, সাবেক মন্ত্রী ও এমপি মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের মামা বিএনপি নেতা সৈয়দ মোশতাক, যুবদলের আহŸায়ক সোহেল সামাদ সহ শতাধিক আহত। ১৪৪ ধারা ভংগ করে হাইওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়াও মুরাদনগরের নেতা ও সাবেক সফল মন্ত্রী জনননেতা কায়কোবাদের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলে মঙ্গলবার রাত থেকেই আওয়ামী পুলিশ বাহিনী ব্যাপক ধরপাকর শুরু করেন। সবকটি স্পটেই আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করে। পুলিশ এ পর্যন্ত অর্ধশত লোককে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।