গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর তেজগাঁও কলেজের অধ্যাপক লতা সমাদ্দার বহুল আলোচিত টিপ কান্ডে বরখাস্ত পুলিশ সদস্যকে সম্মানের সাথে পুনরায় চাকুরি ফেরত দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে স্ব-পরিবারে অবস্থান কর্মসূচিতে দাঁড়ানোর আগেই বরখাস্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে চাকরিতে বহাল নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার ও সংশ্লিষ্টদের। টিপ কান্ড অসত্য হওয়ায় ডিএমপি পুলিশের তৎকালীন কর্মকর্তা বলেছিলেন, "টিপকান্ডের বিষয়টি তদন্তে প্রমাণিত না হলেও সেই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ"।
বাকবিতন্ডার বিষয়টিকে টিপকান্ডে পরিণত করে গুজব ছড়ানোয় পুলিশের মানমর্যাদা ক্ষুন্ন হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কলঙ্কিত ও হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা চিহ্নিত হলেও ক্ষমা পেয়ে যান। অথচ যারা প্রকৃত হেনস্তার শিকার হোন তারা উল্টো অপরাধী হিসেবে দন্ড পেয়ে যান। যা অসত্য টিপ কান্ডে স্পষ্ট হয়েছে। তিনি বলেন, অনতিবিলম্বে নাজমুল তারেককে সম্মানের সাথে চাকরি ফেরত দিতে হবে। নচেৎ সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে বিষয়টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।