Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরাকে দেশব্যাপী কারফিউ প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৭:২৫ পিএম

ইরাকের যৌথ অভিযান পরিচালনা বিভাগ স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকালে দেশব্যাপী কারফিউ তুলে নেয়ার ঘোষণা দেয়।

ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা সদর তার সমর্থকদেরকে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে এক ঘন্টার মধ্যে বাগদাদের ‘গ্রিন জোন’ থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর এ ঘোষণা দেওয়া হয়।

ইরাকি বাহিনীর নাম-প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ২৯ থেকে ৩০ অগাষ্ট পর্যন্ত বাগদাদের ‘গ্রিন জোনে’ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২২ ব্যক্তি নিহত ও ২ শতাধিক লোক আহত হয়।

সম্প্রতি সদর জাতীয় কংগ্রেস ভেঙ্গে দিয়ে, পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি তার নেতৃত্বাধীন ‘সদর আন্দোলন’ বন্ধের কথাও বলেন।

তার এ ঘোষণার পরপরই সমর্থকরা বিক্ষোভ শুরু করে। একই দিন স্থানীয় সময় সাড়ে তিনটা থেকে বাগদাদে কারফিউ জারি করা হয়। সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ