Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউদাম্পটনে অঘটনের শিকার চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১০:৪৭ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষেও হারল ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসি। সেন্ট ম্যারি স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ম্যাচটি ২-১ গোলে হেরেছে তারা।

ম্যাচে সাউদাম্পটনের হয়ে জয়সূচক গোল দুটি করেন রোমেও লাভিয়া ও অ্যাডাম আর্মস্ট্রং। অন্যদিকে চেলসির পক্ষে একমাত্র গোলটি করে রাহিম স্টার্লিং। গত মৌসুমে সেরা তিনে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার পাশাপাশি লড়াই চালিয়েছিল এফএ কাপ ও কারাবো কাপের শিরোপার জন্য।

কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় লিভারপুরের বিপক্ষে দুটি আসরের ফাইনালেই টাইব্রেকারে হেরে যায় ব্লুজরা। চলতি মৌসুমের শুরুটা তারা শুরু করেছে আরও বাজেভাবে। এভারটন ও লিস্টার সিটির বিপক্ষে কষ্টার্জিত জয় আর টটেনহ্যামের বিপক্ষে কোনো রকম ড্র করলেও হেরেছে লিডস ও সাউদাম্পটনের বিপক্ষে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তাদের অবস্থান এখন আটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ