নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে আর মাত্র ১ দিন বাকি। শেষ সময়ে দল গুছিয়ে নিতে ব্যস্ত সব বড় ক্লাবগুলো। শেষ সময়ের জোর গুঞ্জণ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই পালে আরও হাওয়া দিচ্ছে ওল্ড ট্র্যাফর্ডো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্তোনির আগমন চ‚ড়ান্ত হয়ে যাওয়ায়। সব মিলিয়ে টানটান উত্তেজনায় পার হচ্ছে দল বদলের শেষ কয়েক ঘন্টা।
আয়াক্স উইঙ্গার আন্তোনিকে ৮৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টা ইউনাইটেডের ডেরায় ৫ বছরের জন্য যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান। শর্তে আছে পরে আরও ১ বছরের জন্য চুক্তি বাড়াতে পারবে ইউনাইটেড। যা তাকে পরিণত করছে ক্লাবেরটি দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ে। ডাচ চ্যাম্পিয়নদের হয়ে ৮২ ম্যাচে ২৫ গোল ও ২২ এসিস্ট করেছেন এই উঠতি তারকা। টেন হাগ ২০২০ সালে সাও পাওলো থেকে আয়াক্সে নিয়ে যান এই উইঙ্গারকে। আন্তোনি ম্যানইউতে আসাতে পর্তুগীজ মহাতারকার রোনালদোর দলবদল নিয়ে চারপাশ থেকে শুনা যাচ্ছে নানান গুঞ্জণ। তবে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে আবারো সিরি ‘আ’তে ফিরতে পারেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে কথা বলছেন রোনালদোর এজেন্ট হর্হে মেন্ডিস। যদি সত্যিই এই ডিল হয়ে যায় তাহলে ডিয়াগো মারাদোনার পর আবারো কোন মহাতারকা নাম লেখাবে নাপলসের এই ক্লাবে। তবে নাপোলি লোন ডিলের সাথে ভিক্টর ওশিমেনকে যুক্ত করতে চাচ্ছে। অর্থাৎ লোনে রোনালদো নাপলিতে আসলে ম্যানইউতেও ধারেই যাবেন ওশিমেন। আবার রোনালদোর বেতনের উল্লেখযোগ্য অংশও ইউনাইটেডকেই দিতে বল ছে নাপোলি । এই ধরনের শর্তে শেষ পর্যন্ত ম্যানইউ রাজি হবে কিনা তা বলা মুশকিল। তবে এমনও শুনা যাচ্ছে শৈশবের ক্লাব স্পোর্টিং সিপিতেও ধারে যেতে পারেন পর্তুগীজ অধিনায়ক।
এদিকে অলেম্পিক লিও থেকে ২০২৭ সাল পর্যন্ত ওয়েস্টহ্যামের সাথে চুক্তি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। এই জন্য হ্যামার কোচ ডেভিড ময়েসকে খরচ করতে হয়েছে ৪৩ মিলিয়ন ইউরো এবং শর্তসাপেক্ষ দিতে হয়েছে আরও ১৭ মিলিয়ন ইউরোর নিশ্চয়তা। হ্যামারদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল এটি। পাকেতা ২০২০ সালে এসি মিলান থেকে ২৪ মিলিয়ন ইউরতে লিওতে নাম লেখান। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে ৮০ ম্যাচে ২১ গোল ও ১৪ এসিস্ট আছে এই মিডফিল্ডারের নামের পাশে। লন্ডনের আরেক ক্লাব চেলসিতে নাম লেখানোর জন্য উদ্গ্রীব সময় পার করছেন পিয়েরে আবামায়াংয়। লেভান্ডোফস্কি বার্সায় নাম লেখানোতে অনিশ্চিত হয়ে পড়েছে তার মাঠে নামা। চেলসির ডেরা থেকে স্প্যানিশ ফুলব্যাক মার্কোস আলানসো আবার যেতে চাচ্ছেন ঠিক উলটো ঠিকানা বার্সাতে।
টটেনহ্যামে খেলা আরেক স্প্যানিশ লেফট-ব্যাক সার্জি রেগুইলন ১ বছরের জন্য ধারে খেলবেন এটলেটিকো মাদ্রিদের হয়ে। দিয়াগো সিমিওনির দল এই সময়টায় এই ২৫ বছ বয়সীর বেতন বহন করবে। এদিকে এটলেটিকোর ব্রাজিলিয়ান লেফট ব্যাক রেনান লদি যোগ দিচ্ছেন নটিংহ্যাম। আপাতত ধারে এবং সামনের মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে পাকাপাকি করতে এই ডিল। রাউল হেমিনেজের মাথার আঘাতের পর থেকেই উল্ভারহ্যাম্পটনের দলীয় পারফরম্যান্স দারুণভাবে পড়তির দিকে। সেই অভাব পুরণে এবার অস্ট্রিয়ান স্ট্রাইকার সাসা কালাসজিককে ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্টুটগার্ট থেকে কিনে নিচ্ছে উলভস।
এডিসন কাভানি ফ্রি এজেন্টে নাম লিখিয়েছেন ভ্যালেন্সিয়াতে। চুক্তি আপাতত দুই বছরের। এদিকে নাপোলি তাদের সেন্ট্রাল মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজকে ২৩ মিলিয়ন ইউরোতে ছেড়ে দিয়েছে পিএসজির কাছে। প্যারিসির ক্লাবটি স্প্যানিশ রুইজকে দলে টেনেই আর্জেনটাইন মিডফিল্ডার পারেদেস কে জুভেন্টাসে যাওয়ার গ্রিন টিকেট দিয়ে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।