Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আইডিইবি’র তিন দিনব্যাপী ২৪তম জাতীয় সম্মেলন ১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১০:৪৮ পিএম

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি)’র তিন দিন ব্যাপী ২৪ তম জাতীয় সম্মেলন ও ৪৩ তম কাউন্সিল অধিবেশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনদিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবীদের এই সম্মেলন উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। ৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।

১২টি কর্মঅধিবেশনে বিভক্ত সম্মেলনে ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় কাকরাইলে আইডিইবি ভবনে ‘জাতীয় সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি, ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আইডিইবি ভবনে ‘একবিংশ শতকের দক্ষতা চ্যালেঞ্জ মোকাবেলায় মিডলেভেল ম্যানেজার উন্নয়ন পরিকল্পনা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক টেকনিক্যাল সেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি, ৩ সেপ্টেম্বর ’২২ বিকাল ৩টায় আইডিইবি ভবনে এটুআই ও আইডিইবি’র যৌথ উদ্যোগে ‘স্মার্ট ভিলেজ : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এ সব সেমিনারে দেশী বিদেশী বিশেষজ্ঞগণ অতিথি আলোচক ও পেপার উপস্থাপক হিসেবে অংশগ্রহণ করবেন। তিনদিনের সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহ ছাড়াও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান জানান, এবারের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩ জন বরেণ্য সদস্য প্রকৌশলীকে আইডিইবি স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইডিইবি কেন্দ্রীয় সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইদরীস আলী, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, ঢাকা জেনিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ