Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চড়কাণ্ডে অস্কার সঞ্চালনায় না!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অস্কার মঞ্চে বাম গালে সপাটে চড় খাওয়া এখনো মন থেকে মুছে যায়নি। আগামী ১০ বছর অস্কার মঞ্চে উইল স্মিথের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা না থাকলেও, ২০২৩ সালের অস্কার সঞ্চালনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কৌতুকশিল্পী ক্রিস রক। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার সংবাদমাধ্যমের কাছে ক্রিস নাকি অস্কার মঞ্চে ফেরাকে অপরাধস্থানে ফিরে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন।

সঞ্চালনার প্রস্তাব নিয়ে আলোচনা করার সময়ে কৌতুক অভিনেতা ১৯৯৫ সালে ও জে সিম্পসনের হত্যার বিচারের উল্লেখ করেছিলেন। ক্রিস জানান, তাকে অস্কার মঞ্চে ফিরে যেতে বলা মৃত নিকোল ব্রাউন সিম্পসনকে রেস্তোরাঁয় ফিরে যেতে বলার মতো হবে। যেখানে মা তার মৃত্যুর রাতে এক জোড়া চশমা রেখে গিয়েছিলেন। জেনেবুঝে সেই ক্ষতের জায়গায় কোনও মতেই ফেরার মানসিকতা নেই ক্রিসের।

ক্রিস আরও জানান, এক বিজ্ঞাপনের প্রস্তাবও তিনি ফিরিয়েছেন চড়কাণ্ডের পর। গত মার্চে অস্কারে সেরা তথ্যচিত্র পুরস্কার উপস্থাপন করার সময় ঘটা সেই দুর্ঘটনার কথা গোটা বিশ্ব জানে। উইলের স্ত্রী জাডা পিঙ্কেটর চুলহীন মাথা নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। তার পরই তাকে সপাটে চড় মারেন উইল।

যদিও সেই ঘটনার পর উইল ক্ষমা চেয়েছেন একাধিক বার। বহু বার ক্রিসের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছেন। কিন্তু বরফ গলেনি। প্রতি বারই ফিরিয়ে দেওয়া হয়েছে উইলকে। বলা হয়েছে, কৌতুকশিল্পী ক্রিস এখনও কথা বলতে প্রস্তুত নন। যখন কথা বলতে প্রস্তুত হবেন, তখন তিনি নিজেই উইলকে ডেকে নেবেন। সূত্র : ফক্স নিউজ, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ