মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ায় দুই ক্যাঙারুর লড়াইয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। একটু অন্যরকম কিছু ঘটলেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দুই ক্যাঙারুর মাত্র ৩৫ সেকেন্ডের তীব্র লড়াইয়ের ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। ভিডিওতে দেখা যাচ্ছে দুটি বড় আকারের ক্যাঙারু একে অপরের সঙ্গে তীব্র লড়াই করে চলেছে। সবচেয়ে অবাক ব্যাপার হল একটি ক্যাঙারু ছুঁড়ে ফেলে দেয় আরেকটি ক্যাঙারুকে।
রেসলিংয়ের রিংয়ে যেমন একজন প্রতিপক্ষকে বাইরে বের করে দেন, ঠিক তেমনই ঘটেছে। শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমন ক্যাঙারুর লড়াই সচরাচর দেখতে পাওয়া যায় না।
সাধারণত ক্যাঙারু প্রাণী শান্ত স্বভাবের। কিন্তু সম্প্রতি দুই ক্যাঙারুর এমন লড়াই দেখে মাথায় হাত নেটিজেনদের। দুটি ক্যাঙারু এমন ভাবে লড়াই করছে, যেন কোনও প্রতিযোগিতায় নেমেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। নেটিজেনরাও রীতিমতো বিস্মিত ওই বিশাল সাইজের দুই ক্যাঙারুর কাণ্ড দেখে। সূত্র : নাইন নিউজ, বিবিসি আর্থ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।