Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের মুক্ত বাণিজ্য অঞ্চলে কাজ করছে ৫শ জ্ঞান-ভিত্তিক কোম্পানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১০:০৭ পিএম

ইরানের মুক্ত অঞ্চলে কৃষি, শিল্প, যান্ত্রিক ডিভাইস, চিকিৎসা সরঞ্জাম এবং আইসিটি ক্ষেত্রে সক্রিয় রয়েছে প্রায় ৫০০ জ্ঞান-ভিত্তিক কোম্পানি।

মুক্ত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুপ্রিম কাউন্সিলের সচিব সাইদ মোহাম্মদ এই তথ্য জানান। খবর ইরনার।

তিনি জানান, বর্তমানে ৩৩টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সারা দেশে কাজ করছে।

মুক্ত অঞ্চলে উদ্ভাবন বাস্তুতন্ত্রের বিকাশ এবং রপ্তানির সাথে সঙ্গতি রেখে বিজ্ঞান ও প্রযুক্তির ভাইস প্রেসিডেন্সি এবং মুক্ত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুপ্রিম কাউন্সিলের মধ্যে সহযোগিতার একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইরানে কিশ, কেশম, চাবাহার, আনজালি, আরাস, আরভান্দ এবং মাকুসহ সাতটি সক্রিয় মুক্ত অঞ্চল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ