নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনার এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
এই ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে টি-টোয়েন্টিতে বেশ এগিয়ে আফগানরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।
অথচ গত দুই এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশ। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে এখনও পর্যন্ত ১৬ ম্যাচে তাদের জয় স্রেফ ২টি। সবশেষ সিরিজে হারতে হয়েছে জিম্বাবুয়ের কাছেও। তাই কিছুটা হলেই চাপেই থাকবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ একাদশ: এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।