Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার কাছেও বাংলাদেশের হার!

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারত ও পাকিস্তানের কাছে আগেই হারের লজ্জা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও হারের স্বাদ নিলো তারা। ফলে এসিসি মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙ্গে গেল বাংলাদেশের। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ৫৪ রানে অলআউট হয়ে জাতিকে হতাশায় ডুবিয়েছিলেন রুমানারা। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আরও বড় লজ্জা পেতে হলো তাদের। নিজেদের গড়া সর্বনি¤œ রানের রেকর্ড ভেঙে পাকিস্তানের কাছে ৪৪ রানে অলআউট হয়ে অনেকটা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আর নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে তারা। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা।
গতকাল ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) মাঠে শ্রীলঙ্কা ৭ উইকেটের জয় পায় বাংলাদেশের বিপক্ষে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে সংগ্রহ করে ৯৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সানজিদা ইসলাম। শায়লা শারমিন অপরাজিত ২৫ ও শারমিন সুলতানা ১৭ রান করেন। লঙ্কান বোলার ক্রেমারি আতাপাত্তু দু’টি ও শ্রীপালি একটি উইকেট শিকার করেন। জয়ের জন্য ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা ছয় বল হাতে রেখেই ৩ উইকেট খরচায় জয় নিশ্চিত করে। তাদের ক্রেমারি আতাপাত্তু সর্বোচ্চ ৩৯ রান করেন। বাংলাদেশের রুমানা আহমেদ দুই ওভার বল করে ৭ রানে পান দু’উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ