Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্দরের ভাড়া হ্রাস এবং ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম শুরুর অনুরোধ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারভিডা প্রতিনিধিদলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৬:৩২ পিএম

বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন) নেতৃবৃন্দ গতকাল (সোমবার) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সাথে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে প্রতিনিধিদলে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্টবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বারভিডা নেতৃবৃন্দ বন্দর চেয়ারম্যানের সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রাম বন্দরের মানোন্নয়ন ও রাজস্ব আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। বিদেশ থেকে গাড়ি আমদানি প্রক্রিয়ায় বন্দরে প্রদত্ত সব ধরনের সহযোগিতার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তারা ধন্যবাদ জানান।

ব্যবসা পরিচালনা ব্যয় সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বারভিডা নেতৃবৃন্দ বন্দরের ভাড়া হ্রাস করার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানান। এছাড়াও আমদানিকৃত গাড়িগুলোর যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে বন্দর প্রতিনিধি, স্টিভিডোরস এবং বারভিডা প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম শুরুর জন্য তারা বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান। এছাড়াও সভায় আমদানি কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বারভিডার প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলি বাস্তবায়নের আশ্বাস দেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস। বারভিডা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে আসছে।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ), সদস্য (হারবার এন্ড মেরিন) এবং সচিব অংশ নেন।

বারভিডার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইসহাক এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভায় অংশ নেন। বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ আসলাম সেরনিয়াবাত, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোঃ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার মোঃ সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল, কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ