Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড ষষ্ঠবারের বর্ষসেরা বোল্ট

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ষষ্ঠবারের মত আইএএএফ (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন) এর বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন উসাইন বোল্ট। জ্যামাইকান এই স্প্রিন্টার রিও অলিম্পিকসহ টানা তিন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে ট্রিপলের ট্রিপল জিতে বিশ্বরেকর্ড গড়েন। মাঝারি-দূরত্বের দুই দৌড়বিদ ইংল্যান্ডের মোহাম্মাদ ফারাহ ও কেনিয়ার ডেভিড রুডিশাকে হারিয়ে এই খেতাব অর্জন করেন জ্যামাইকান বজ্র বিদ্যুৎ।
মজার ব্যপার হল, মোনাকোতে শুক্রবার রাতের এই অনুষ্ঠান আইএএএফ প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কোয়ের সাথে নিজেই উপস্থাপন করেন বোল্ট। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা পাঁচবার বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন এই গতিদানব। বোল্ট বলেন, ‘এটা অবশ্যই বড় একটা অর্জন। যখন আপনি বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হবেন এর অর্থ হল পরিশ্রমের যথাযথ মূল্য আপনি পেয়েছেন।’
বোল্টের সাথে এবার বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ান দূরপাল্লার দৌঁড়বিদ আলমেজ আয়ানা। ২৩ বছর বয়সী আয়ানা রিও অলিম্পিকে ২৩ বছর ধরে টিকে থাকা অলিম্পিক রেকর্ড ভেঙে ১০ হাজার মিটারে স্বর্ণ এবং ৫ হাজার মিটারে ব্রোঞ্জ জেতেন। একই অনুষ্ঠানে রিও অলিম্পিকে ২০০ মিটারে রৌপ্য ও ১০০ মিটারে ব্রোঞ্জজয়ী কানাডিয়ান আন্দ্রে ডি গ্রাসকে উদীয়মান পুরুষ ও বেলজিয়ামের নাফিসাতু থিয়ামকে উদীয়মান নারী ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ