পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে উদ্যোগ গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে।’ গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।
ইতো নাওকি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আরও এক বছর ৩-৪ মাস বাকি। আমি আশা করি, সরকার, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমি সত্যিই আশাবাদী যে আগামী সাধারণ নির্বাচন আরও ভালো হবে।› অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, সেটা আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘ইভিএম নিয়ে সিইসি বলেছেন- তারা কীভাবে এই সিস্টেমটি ডেভেলপ করেছেন। আমরা মনে করি, ইভিএম নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।’ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি নির্বাচন বয়কটের কথা বলছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এমন প্রশ্নে জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘এখনও এক বছর তিন-চার মাস বাকি আছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা থাকবে- আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।