Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্ঘুম ১৩ রাতের সৃষ্টি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

টানা ১৩টি রাত না ঘুমিয়ে নতুন সৃষ্টি নিয়ে হাজির হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীত তারকা টেলর সুইফট। আসছে তার নতুন অ্যালবাম ‘মিড নাইট’। গত রোববার এক পুরস্কার অনুষ্ঠানে এসে সে কথাই ঘোষণা করলেন ‘ব্ল্যাঙ্ক স্পেস’-এর গায়িকা।
তবে ওই অনুষ্ঠানে টেলর সুইফট অ্যালবামের নাম নিজ কণ্ঠে জানাননি। তিনি ইঙ্গিত দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক। তাদের উল্লাসে গায়িকার রিনিরিনি কণ্ঠস্বর চাপা পড়ে যাওয়ার উপক্রম হয়। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সেরার পুরস্কার হাতে মঞ্চ ছাড়েন টেলর।
শোনা যায়, প্রতিবার হৃদয় ভাঙার পরই নতুন গান নিয়ে হাজির হন টেলর। আর এবার তো নিজেই বললেন, ‘১৩টি বিনিদ্র রাত শেষে এই ফসল।’ অতএব মধ্যরাত নাম্নী অ্যালবামটি চমকপ্রদ কিছু হতে চলেছে বলেই বিশ্বাস ভক্তদের।
টেলরের কথায়, ‘বন্ধুরা, আমরা যা তৈরি করেছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমার নতুন অ্যালবাম আসছে। মধ্যরাতে সকলকে আরও বলব।’ টেলরের দশম গানের অ্যালবাম হবে এটি, যা প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর। সূত্র : দ্য গার্ডিয়ান, নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ