Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলার বাইরে থেকেও ‘ফিট’ ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ফিফা উইন্ডোতে আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ দুই ম্যাচকে সামনে রেখে এখন নিবিড় অনুশীলনে মগ্ন ২৭ সদস্যের জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। গত শনিবার মাঠের অনুশীলন শুরু হলে গতকাল তৃতীয় দিনের অনুশীলনে উত্তরাস্থ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) মাঠে উজ্জীবিত দেখা গেছে জাতীয় দলের ফুটবলারদের। এদিন অনুশীলনে যোগ দেন সদ্য বিমানবাহিনীর চাকরি ছাড়া ফরোয়ার্ড সুমন রেজা। অনুশীলন শুরুর আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফরোয়ার্ড সুমন রেজা ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
কোচদের কাছে লিগ শেষে জাতীয় দলের ক্যাম্প মানেই ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করা। তবে এবারের জাতীয় দলের ক্যাম্পে খানিকটা ভিন্নতা রয়েছে। কারণ প্রাথমিক দলে থাকা প্রায় সব ফুটবলারের ফিটনেসই রয়েছে সন্তোষজনক পর্যায়ে। লিগ শেষ হয়েছে ২ আগস্ট। এরপর ২৫ দিন ফুটবলাররা খেলার বাইরে ছিলেন। খেলার বাইরে থাকলেও ফিটনেসের দিকে খেয়াল ছিল তাদের। সুমন রেজা বলেন, ‘আমরা সবাই চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে। কারণ আমরা জানতাম সামনে জাতীয় দলের ম্যাচ রয়েছে। আগে লিগ শেষে আমরা ঘোরাঘুরিতে ব্যস্ত থাকতাম। নিজেদের ফিটনেসের দিকে তেমন খেয়াল রাখতাম না। তবে এখন সেই মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন ছুটির মধ্যেও ট্রেডমিল, রানিং করে নিজেদের ফিট রাখার চেষ্টা করি।’
একদিন আগেও সুমন ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক। কিন্তু সেই পদে ইস্তফা দিয়ে রোববার রাতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। বিমানবাহিনী তাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি দেয়নি বলেই আগের দুই দিন অনুশীলন করা হয়নি সুমনের। বিষয়টি তাকে বেশ হতাশ করলেও দেশের স্বার্থে চাকরি ছাড়তে বাধ্য হন এই ফরোয়ার্ড। এ প্রসঙ্গে সুমন বলেন, ‘আগের দিনই বলেছি, আমি দেশের ফুটবলের স্বার্থে চাকরি ছেড়েছি। কারণ বিমানবাহিনী আমাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। ফুটবলই আমার ধ্যন-জ্ঞান। আমার লক্ষ্য ভালো ফুটবল খেলে দেশের মান বাড়ানো।’
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে কালও ফিটনেস নিয়ে কাজ করা হয়। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘আমরা প্রায় মাসখানেক খেলার বাইরে ছিলাম। তাই কোচ ফিটনেস নিয়ে কাজ করছেন। তিনদিনে খেলোয়াড়দের ফিটনেস লেভেল দেখে কোচ সন্তুষ্ট। এখন আমাদের সব চিন্তা দুই প্রীতি ম্যাচ নিয়ে। আমরা চাই কম্বোডিয়া ও নেপালকে হারাতে। আর এমন সাফল্য পেতে হলে আমাদেরকে কঠোর অনুশীলন করতে হবে। যা ইতোমধ্যে শুরু করেছি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ