মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও আগুন সন্ত্রাসের পৃথক দুটি ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে গুলিবিদ্ধ হয়ে তিন জন প্রাণ হারিয়েছেন। এছাড়া টেক্সাসে বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর পলায়নরত মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় আরও চার জন নিহত হয়েছেন। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ও টেক্সাসের হিউস্টনে গুলিবর্ষণের পৃথক কয়েকটি ঘটনায় ৭ জন নিহত হয়েছে। সবগুলো ঘটনাই স্থানীয় সময় রোববার ভোররাত থেকে সকালের মধ্যে ঘটেছে বলে গণমাধ্যমের খবর। ফক্স টু ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ডেট্রয়েটের ওয়াইওমিং ও মার্গারেটা এলাকায় বেশ কয়েকটি গুলিবিদ্ধ অবস্থায় ৪০ বছর বয়সী এক নারীকে পাওয়া যায়। পুলিশ জানায়, সেখানে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ভোর ৬টা ৫০ মিনিটে লিভারনয়ে চল্লিশোর্ধ একটি নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ। এরপর ৭টা ১০ মিনিটে পেনিংটন এলাকায় সন্দেহভাজন গুলিবর্ষণকারী গাড়ির ভেতরে তাকাচ্ছে, এক ব্যক্তি এমনটি লক্ষ্য করার পর সন্দেহভাজনের সঙ্গে তার হাতাহাতি হয় এবং সন্দেহভাজন তাকে গুলি করে, জানিয়েছেন তদন্তকারীরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।