Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে ২৫ হাজার শরণার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এ বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ২৫ হাজার ১৪৬ জন শরণার্থী ইংল্যান্ডে প্রবেশে করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে প্রকাশ করা শরণার্থী বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান এটি। এর মধ্যে শনিবার ১৯টি ছোট ছোট নৌকায় মোট ৯১৫ জন শরণার্থী দক্ষিণপূর্ব ইল্যান্ডের কেন্ট কাউন্টিতে প্রবেশ করে বলে জানায় বিবিসি। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এ মাসে এখন পর্যন্ত আট হাজার ৭৪৭ শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কেন্ট গেছেন, গত সপ্তাহেই গেছেন তিন হাজার ৭৩৩ জন। আর গত সোমবার গেছেন এক হাজার ২৯৫ জন। যা এক দিনে সর্বোচ্চ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসতে থাকা শরণার্থীর ঢল ঠেকাতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল নতুন একটি পরিকল্পনা উদ্বোধন করেছিলেন। যেখান বলা হয়েছিল, অবৈধ শরণার্থীদের রুয়ান্ডার আশ্রয় শিবিরে পাঠানো হবে। কিন্তু তাতেও আটকানো যায়নি শরণার্থীর ঢল। তারপর থেকে এ কয়েক মাসে ১৯ হাজার ৮৭৮ জন শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ওই পরিকল্পনার আওতায় গত জুন মাসে অবৈধ শরণার্থীদের নিয়ে প্রথম ফ্লাইট রুয়ান্ডায় যাওয়ার কথা ছিল। কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে ওই যাত্রা বাতিল হয় যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ