মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব অর্থনীতির জন্যেই এক খারাপ সময় চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে কমবেশি সবাইই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু এরইমধ্যে ইতিহাসের সবথেকে বেশি লাভ করে চমক দেখালো চীনের তেল কোম্পানিগুলো। চীন নিজেও কোভিড লকডাউন, প্রোপার্টি মার্কেট সংকট এবং আভ্যন্তরীণ অর্থনীতির দুরাবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এগুলো সমস্যা চীনা তেল কোম্পানিগুলোকে রেকর্ড লাভ থেকে দূরে রাখতে পারেনি। পেট্রোচায়না, সিনোপেক এবং সিনুক প্রত্যেকেই রেকর্ড লাভ করেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই কোম্পানিগুলো আয়ের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। সামনের দিনগুলোতেও আয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করে কোম্পানিগুলো। পেট্রোচায়না’র চেয়ারম্যান বলেন, সরকারের উৎসাহে দেশে তেলের চাহিদা বৃদ্ধি করছে। দেশটির সবথেকে বড় তেল শোধন কোম্পানি সিনোপেক বলছে, বছরের দ্বিতীয় ছয় মাসে বিক্রি আরও ১১ শতাংশ বৃদ্ধি পাবে। রোববার কোম্পানিটি জানায়, চীনের মধ্যে পরিশোধিত তেলের চাহিদা বাড়তে থাকবে বলেই আশা করা হচ্ছে। একই ঘটনা ঘটবে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও। যদিও কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে বিশ্ব অর্থনীতিও কোণঠাসা হয়ে পড়েছে। যুদ্ধের কারণে বছরের প্রথম ৬ মাসে আন্তর্জাতিক বাজারে ক্রুডের গড় দাম ছিল ব্যারেলপ্রতি ১০৫ ডলার। এই দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি। এই দাম বৃদ্ধির সুবিধা ভোগ করছে তেল কোম্পানিগুলো। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।