Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে জার্মান সরকারের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জার্মানিতে জোট সরকারের মধ্যে কোনো বিষয়ে ঐকমত্য অর্জন করার লক্ষ্যে লোকচক্ষুর অন্তরালে কয়েক দিন ধরে মন্ত্রিসভার বৈঠকের একটা ঐতিহ্য রয়েছে। বার্লিনের উপকণ্ঠে মেসেব্যার্গ কেল্লায় জার্মান চ্যান্সেলররা এর আগেও এমন ‘চিন্তন বৈঠক’ করেছেন। মতপার্থক্য দূর করে আপস মীমাংসা তুলে ধরা হয়েছে। কিন্তু বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ সঙ্কটের মুখে জার্মানির তিন শরিক দলের জোট সরকারের মধ্যে যে চিড় দেখা যাচ্ছে, তা সহজে মেরামত করা যে মোটেই সহজ হবে না, সে বিষয়ে কোনো সংশয় নেই। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের জের ধরে জনগণের উপর জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বোঝা লাঘব করার প্রশ্নে উত্তেজনা বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে মঙ্গল ও বুধবার মেসেব্যার্গে জার্মান সরকার বৈঠকে বসতে চলেছে। একাধিক বিশেষজ্ঞের মতে, লাগাতার মূল্যস্ফীতির কারণে জার্মানিতে সামাজিক অশান্তির আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য যথেষ্ট সরকারি সহায়তার ব্যবস্থা না করলে অনেক মানুষ কার্যত পথে বসতে পারে। করোনা সঙ্কটের সময় থেকে সরকার নানা আর্থিক সহায়তা ও ভর্তুকি দিয়ে এসেছে। ইউক্রেন সঙ্কটের ধাক্কা সামলাতেও বর্তমান সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু গ্যাসসহ জ্বালানি তথা বিদ্যুতের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিশেষ করে আসন্ন শীতের মাসগুলোতে জার্মানির মানুষ প্রবল চাপের মুখে পড়তে চলেছে। সেই সাথে নতুন করে করোনা মহামারীর ধাক্কার আশঙ্কা রয়েছে। সমাধান সূত্রের প্রয়োজনীয়তা নিয়ে কোনো সংশয় না থাকলেও জোট সরকারের তিনটি দল ভিন্ন পদক্ষেপের পক্ষে প্রশ্ন করছে চ্যান্সেলর ওলাফ শলৎসের সামাজিক গণতন্ত্রী এসপিডি দল ও পরিবেশবাদী সবুজ দল মূলত দুর্বল শ্রেণির জন্য আর্থিক সহায়তার পক্ষে প্রশ্ন করলেও উদারপন্থী এফডিপি দল শিল্পবাণিজ্য জগত ও স্বচ্ছল মানুষের জন্যও কিছু সুবিধা আদায় করতে চাইছে। তাছাড়া সব দলের মধ্যেই খুঁটিনাটি বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে মন্ত্রী ও শরিক দলের নেতাদের মধ্যে প্রকাশ্যে বিতণ্ডা দেখা যাচ্ছে। বিশেষ করে সবুজ দলের জনপ্রিয় নেতা ও ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেক চারিদিক থেকে সমালোচনার মুখে পড়ছেন। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ