Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ত্রাণ পাঠিয়েছে তুরস্ক, কাতার ও আমিরাত অর্থ বরাদ্দ কানাডার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশটিতে বন্যাকবলিত এলাকায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল পাকিস্তান। সেই আবেদনে সাড়া দিয়েছে কানাডা, ফ্রান্স, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং আজারবাইজানসহ অনেক দেশ। এসব দেশ থেকে নানা ধরণের ত্রাণ ও ওষুধ পাকিস্তানে পাঠানো হচ্ছে। অনেকে আবার এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। খবর ডনের। রবিবার রাত ৮টার দিকে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে তুরস্কের প্রথম বিমানটি অবতরণ করে। তার প্রায় দুই ঘণ্টা পরে তুরস্ক থেকে আরেকটি বিমানও ১৪ টন ত্রাণ সামগ্রী নিয়ে করাচিতে অবতরণ করে। আরও ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। একইভাবে, তুর্কি রেড ক্রিসেন্ট সোসাইটি (টিআরসিএস), পিআরসিএস-এর সহযোগিতায় বন্যার্তদের সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানে ত্রাণ পাঠিয়েছে। পোপ ফ্রান্সিস রবিবার মধ্য ইতালির লা কুইলা শহরে সফরের সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানকে সাহায্য করার আহ্বান জানিয়েছিলেন। কানাডা সরকার পাকিস্তানে বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিতে অর্থ বরাদ্দ করেছে। কানাডা জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এরও দাতা। সেখানেও তারা তিন মিলিয়ন ডলার বরাদ্দ করেছে বন্যার্তদের জন্য। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ