বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যেসব ডায়াগনষ্টিক সেন্টার এবং হাসপাতালের লাইসেন্স ও বৈধ কাগজপত্র নেই এমন প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩দিনের মধ্যে আপডেট করার জন্য বলা হয়েছে। কাগজপ্রত্র আপডেট করতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানকে বন্ধকরে দেয়া হবে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ সীতাকুণ্ড চক্ষু হাসপাতাল,ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব সী ভিউতে অভিযানকালে এসব কথা বলেন।তিনি ইনকিলাবকে বলেন, আগামী ৩দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও বৈধ কাগজপত্র নিয়ে অত্র কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অন্যথায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরর্বতী থেকে প্রতিষ্ঠানগুলোর সকল কার্যক্রম বন্ধ থাকবে। লাইসেন্সবিহীন সকল ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল জনস্বার্থে বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন ইউএইচএন্ডএফপিও মহোদয়। অভিযানকালে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেন, পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিনসহ সাংবাদিক এবং আরো অন্যান্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।