Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তাপ ছড়িয়ে শেষ ওভারে পাকিস্তানকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:১৪ এএম | আপডেট : ১২:২৬ এএম, ২৯ আগস্ট, ২০২২

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ৫ উইকেটে হারল পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে রোহিতের ভারত। 

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ওপেনার লোকেশ রাহুলকে শুন্য রানে ফেরান নাসিম শাহ। এরপর রোহিম শর্মা ও বিরাট কোহলিকে বিদায় করেন মোহাম্মদ নওয়াজ। সপ্তম ওভারের শেষ বলে রোহিতকে (১২) এবং দশম ওভারের প্রথম বলেই বিরাট কোহলিকে (৩৫) বিদায় করে ভারতকে কাঁপিয়ে দেন নওয়াজ।

এরপর নাসিম শাহর সূর্যকুমার যাদব (১৮) রানে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু এরপর রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া দারুণ ব্যাট উপহার দেন। জিততে শেষ ৬ বলে ভারতের প্রয়োজন ছিল ৭ রান। ঠিক তখনই রবীন্দ্র জাদেজাকে সরাসরি বোল্ড করে ম্যাচে উত্তাপ ছড়ায় পাকিস্তান। ১৮ বলে ১৮ রান করে বিদায় নেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত আর জিততে পারেনি পাকিস্তান। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতকে জিতিয়ে দেন। বল হাতে পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ তিনটি ও নাসিম শাহ দুটি উইকেট নেন।


এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ আউট হন ক্যাপ্টেন বাবর আজম। ইনিংসের ২.৪ ওভারে দলীয় ১৫ রানের মাথায় আউট হন বাবর। এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে রিজওয়ানের সাথে বেশ ভালোই ব্যাট করছিলেন ফখর জামান।

ব্যাটিংয়ে ঝড় তুলে ৫.৫ ওভারে দলীয় ৪২ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ফখর। ৬ বলে ২ বাউন্ডারিতে ১০ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে রিওয়ানের সাথে দারুণ ব্যাট করছিলেন ফতিখার আহমেদ। দারুণ শুরুর পর দলীয় ৮৭ রানে বিদায় নেন তিনি। ২২ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ২৮ রান করেন।


এরপর ইনিংসের ১৫তম ওভারে বিদায় নেন ওপেনার রিওয়ান। ৪২ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রান করেন এই ওপেনার। এরপর দ্রত দুই উইকেট হারিয়ে বিপদে পরে পাকিস্তান। ১৬.৩ ওভারে ১১২ রানে ৬ উইকেট হারায় তারা। শেষ দিকে আসিফ আলী ৯ রান করে বিদায় নেন। শাহনওয়াজ দাহানি ৬ বলে ১৬ রান করে বিদায় নেন। তবে হারিস রউফ ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রানে নেন চার উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া ৪ ওভার বল করে ২৫ রানে নেন ৩ উইকেট।

 



 

Show all comments
  • Tanveer Ahmed ২৯ আগস্ট, ২০২২, ৭:২৮ এএম says : 0
    সব দোষ আসিফ আলীর। ও নাকি নেটের ভিতরে ১৬০ টা করে ছয় মারে! হেতে জানে না যে এটা নেট না। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান নাই।
    Total Reply(0) Reply
  • MaHi KhAn ২৯ আগস্ট, ২০২২, ৭:২৮ এএম says : 0
    শেষ হাসিটা পাকিস্তান ই দিবে, ইন শা আল্লাহ্
    Total Reply(0) Reply
  • Md. Atik Hasan ২৯ আগস্ট, ২০২২, ৭:২৮ এএম says : 0
    অভিনন্দন ভারত সমবেদনা পাকিস্তান জন্য শুভ কামনা বাংলাদেশের জন্য
    Total Reply(0) Reply
  • Golam Arif ২৯ আগস্ট, ২০২২, ৭:২৮ এএম says : 0
    আজকের খেলা আজ থেকে ১০ বছর আগের মতই উত্তেজনাপূর্ণ ছিল।দারুন ছিল
    Total Reply(0) Reply
  • Jhon Javed ২৯ আগস্ট, ২০২২, ৭:২৯ এএম says : 0
    অযথা অতিরিক্ত pressure নেই পাকিস্তান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ