Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেঞ্চুরির হ্যাটট্রিক টেইলরের পর কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

প্রায় তিন বছর হতে চলেছে বিরাট কোহলির সেঞ্চুরি নেই। ২২ গজে তার শতরানের অপেক্ষা চলছে এখনও। তবে এশিয়া কাপে গতকাল রাতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই একটি সেঞ্চুরি তার হয়ে গেছে। টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সেঞ্চুরি! তাতে আরও একটি কীর্তিতে লেখা হয়ে গেছে তার নাম। গত মার্চে শততম টেস্ট খেলেছেন কোহলি, ১০০ ওয়ানডে প‚র্ণ হয়েছে তো সেই কবেই। এবার টি-টোয়েন্টিতেও হয়ে গেল তার ১০০ ম্যাচ।
তিন সংস্করণেই এই মাইলফলক স্পর্শ করা মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। বিরাট কোহলির আগে এই অর্জনে নাম লেখাতে পেরেছেন কেবল নিউজিল্যান্ডের গ্রেট রস টেইলর। ২০১০ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক কোহলির। ১২ বছরের পথচলায় তিনি পৌঁছলেন একশর ঠিকানায়। ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচের সেঞ্চুরি আছে আর কেবল রোহিত শর্মার। পাকিস্তানের এশিয়া কাপের এই ম্যাচটি ভারতীয় অধিনায়কের ১৩৩তম ম্যাচ। এই সংস্করণে ম্যাচ খেলায় তিনি সবার ওপরে। কোহলিকে দিয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সেঞ্চুরিয়ান এখন ১৪ জন। বাংলাদেশ থেকে এই অর্জনে নাম আছে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের।
তিন সংস্করণেই একশ ম্যাচ খেলার রেকর্ডে টেইলর ও কোহলির পর সবচেয়ে সম্ভাব্য দুটি নাম ডেভিড ওয়ার্নার ও টিম সাউদি। ১৩৪ ওয়ানডে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়ার্নার টেস্ট খেলেছেন ৯৬টি, টি-টোয়েন্টি ৯১টি। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ১৪৬ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৮৮ টেস্ট ও ৯৫ ওয়ানডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ