Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবলের মায়ায় বিমানবাহিনীর চাকরি ছাড়লেন সুমন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

জাতীয় দলে খেলতে বাংলাদেশ বিমান বাহিনীর চাকরি ছাড়লেন ফরোয়ার্ড সুমন রেজা। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে আসন্ন ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার রাজধানীর উত্তরায় শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পের জন্য স্প্যানিশ কোচ যে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম সুমন রেজা। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক পদে চাকরিরত সুমন ক্যাম্পে যোগ দেওয়ার জন্য তার বাহিনী থেকে ছুটি পাননি। যে কারণে দুই দিনের অনুশীলন মিস করেছেন তিনি। গতকাল সন্ধ্যায় সুমন রেজা নিশ্চিত করেছেন যে, তিনি বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন, ‘কি আর করবো। বিমানবাহিনী আমাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। তাই দেশের ফুটবলের স্বার্থে আমি চাকরি ছেড়েই ক্যাম্পে যোগ দিচ্ছি । আজ (কাল) রাতেই আমি ক্যাম্পে যোগ দেবো।’
এ বিষয়ে জানতে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সুমন রেজা বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছেন। রাতেই তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সিতে সদ্য সমাপ্ত লিগে সুমন রেজা ৪ টি গোল করেছেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ