Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১০:০৫ পিএম | আপডেট : ১০:০৯ পিএম, ২৮ আগস্ট, ২০২২

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল।

 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্যাপ্টেন বাবরকে হারায় পাকিস্তান। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ আউট হন ক্যাপ্টেন বাবর আজম।

 

ইনিংসের ২.৪ ওভারে দলীয় ১৫ রানের মাথায় আউট হন বাবর। এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে রিজওয়ানের সাথে বেশ ভালোই ব্যাট করছিলেন ফখর জামান।

 

ব্যাটিংয়ে ঝড় তুলে ৫.৫ ওভারে দলীয় ৪২ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ফখর। ৬ বলে ২ বাউন্ডারিতে ১০ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে রিওয়ানের সাথে দারুণ ব্যাট করছিলেন ফতিখার আহমেদ। দারুণ শুরুর পর দলীয় ৮৭ রানে বিদায় নেন তিনি। ২২ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ২৮ রান করেন। 

 

এরপর ইনিংসের ১৫তম ওভারে বিদায় নেন ওপেনার রিওয়ান। ৪২ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রান করেন এই ওপেনার। এরপর দ্রত দুই উইকেট হারিয়ে বিপদে পরে পাকিস্তান। ১৬.৩ ওভারে ১১২ রানে ৬ উইকেট হারায় তারা।

 

শেষ দিকে আসিফ আলী ৯ রান করে বিদায় নেন। শাহনওয়াজ দাহানি ৬ বলে ১৬ রান করে বিদায় নেন। তবে হারিস রউফ ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রানে নেন চার উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া ৪ ওভার বল করে ২৫ রানে নেন ৩ উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ