Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভীর জন্য ভোটারদের বাড়ি বাড়ি যান

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম


ছাত্রলীগ নেতাকর্মীদের ওবায়দুল কাদেরের নির্দেশ
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে নারায়ণগঞ্জের অধিবাসী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেতে নির্দেশ দেন।
গতকাল শনিবার ধানমন্ডি ৩ নম্বর সড়কের দলীয় সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠকে আইভীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, ঢাকাস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ওখানে আমাদের দলের সাধারণ সম্পাদক তাদের নির্দেশ দিয়েছেন আইভীর পক্ষে কাজ করার জন্য বাড়ি বাড়ি যেতে; প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে।
বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমন্বয়কের দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও আব্দুর রহমান ছাড়াও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ  চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান  সোহাগসহ রাজধানীর সব শাখা ছাত্রলীগের নেতারা অংশ নেন।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আমাদের দলের মনোনীত প্রার্থীকে জেতাতে ছাত্রলীগকে কীভাবে কাজে লাগানো যায়, এই বিষয় নিয়ে কথা হয়েছে। কাদের ভাই তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ঢাকায় যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতা, তারা নিজ নিজ বাড়িতে গিয়ে এলাকার লোকজনের কাছে ভোট চাইতে বলেছেন।
বৈঠক শেষে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে স্টার কাবাব হোটেলে দুপুরের খাবার খান ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের নেতারা।
নারায়ণগঞ্জে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপি প্রার্থী করেছে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানকে।
নারায়ণগঞ্জে জাসদের প্রার্থী চায় না আ’লীগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাসদ এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অটল। এ অবস্থায় দলটিকে প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন দল। তবে এ ব্যাপারে কোনো কথা  দেয়নি জাসদ।
গতকাল শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের  নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে এ অনুরোধ করেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেন কাদের ভাই। এছাড়াও আমাদের যদি কোন প্রার্থী থাকে তা প্রত্যাহারের অনুরোধ করেন। এ সময় তিনি জাসদের প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের কথা বলেন।
তবে ওবায়দুল কাদেরের অনুরোধের পরও জাসদ নেত্রী শিরিন আক্তার কোনো কথা দেননি। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে জোটের মধ্যে এর আগে কোনো আলাপ-আলোচনা হয়নি। এখন হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে সিদ্ধান্ত জানানো কঠিন। তিনি জানান, রোববার ১৪ দলের  বৈঠকে আলোচনার পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে।
এ ব্যাপারে শিরিন আখতার বলেন, তিনি (ওবায়দুল কাদের) আমাদেরকে প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। তবে নির্বাচন অংশ নেয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ