নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে দাবা ফেস্টিভালের পর এবার সেখানকার দুবাইয়ে শুরু হওয়া দুবাই ওপেন চেস টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের দুই দাবাড়– আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
শনিবার রাতে দুবাই চেস অ্যান্ড কালচারাল ক্লাবে উদ্বোধনী রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (২৪০১) স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের ফিদে মাস্টার আহমেদ ফরিদকে (১৯২০) এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২১) সংযুক্ত আরব আমিরাতের আল জাবি তালালকে (১৫৪৬) হারান। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (২৪২৭) সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেট মাস্টার খলিফা খালেদের (১৯৬৮) বিপক্ষে ওয়াকওভার পান। বাংলাদেশের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (২২১১) ভারতের গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদমবরামের (২৬১৪) কাছে এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন (২২০২) অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মাস্টার তিমুর কাইবোকারভের (২৫৮৩) কাছে হেরে যান।
টুর্নামেন্টে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৫টি দেশের ১৭১ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৫টি দেশের ৩০ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন নারী গ্র্যান্ড মাস্টার, ৩০ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন নারী আন্তর্জাতিক মাস্টার, ৩০ জন ক্যান্ডিডেট মাস্টার ও ১ জন নারী ক্যান্ডিডেট মাস্টার খেলছেন। বাংলাদেশের পাঁচ জন দাবাড়ু অংশ নিচ্ছেন এ আসরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।