Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটিং পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ ৪২/২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৮:৪৯ পিএম | আপডেট : ৯:১৩ পিএম, ২৮ আগস্ট, ২০২২

ভারতীয় কোন সমর্থককে যদি জিজ্ঞাসা করা হয় পাকিস্তান দলের কোন ব্যাটসম্যান তাদের জন্য সবচেয়ে বেশি বিপদজনক হতে পারে তবে অবধারিতভাবেই তার উত্তরে বাবর আজমের নাম আসবে। তিন ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট ফর্মে থাকা পাকিস্তান দলের অধিনায়ক একাই যে ভারতীয় দলের জয়ের স্বপ্ন শেষ করে দিতে পারেন।।

তবে শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে ম্যাচের দারুণ শুরু করেছে ভারত। ম্যাচের তৃতীয় ওভারে ভুবেনেশ্বর কুমারের করা এক বাউন্সার উড়িয়ে মারতে গিয়ে বাবর ধরা পড়েন ফিল্ডারের হাতে। সাজঘরে ফেরার আগে দুই চারে বাবরের ব্যাট থেকে আসে দশ রান। প্রথম ছয় ওভারের ব্যাটিং পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৪৩ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান এবং ইফতিখার আহমেদ।দ্রুত রান তুলতে গিয়ে দশ রান করে ফিরেছেন তিনে খেলতে নামা ফখর জমানও।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর দুবাইয় রানতাড়া করা সহজ-এ বিষয়টি মাথায় নিলে এবং ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে চাইলে পাকিস্তানকে প্রথম ইনিংসে অন্তত ১৭০-১৮০ রানের টার্গেট দাঁড় করাতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ