Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বাঘের কারাদন্ড!
এ যেন বাঘের কারাদন্ড। এমনটিই হতে যাচ্ছে একটি বাঘের ক্ষেত্রে। কারণ, ভীষণ উগ্র এ বাঘটি বারবার মানুষ খুন করেছে। তাতেই শেষ নয়, নিজের প্রজাতির সঙ্গেও বনিবনা নেই। ভারতের রণথম্ভোর জাতীয় উদ্যানের টি-১০৪ বাঘটির বিষয়ে উদ্যানের কর্মীরা বলছে, বাঘটি স্বভাবে ভীষণ উগ্র। কিন্তু প্রবল শক্তিশালী টি-১০৪-এর সঙ্গে লড়াইয়ে টেকা মোটেই সহজ ব্যাপার নয়। ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামের মানুষ। পরে বাঘটিকে বাগে আনতে না পেরে তাই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গলের চিফ ওয়ার্ডেন। বাঘটিকে আজীবন খাঁচাবন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঘটিকে পরিচিত এলাকা থেকে সরিয়ে অন্যত্র নির্বাসন দেওয়ার অনুমতিও চাওয়া হয়েছে ভারতের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে। এনডিটিভি।


ঐকমত্য ছাড়াই
‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি)-র দশম পর্যালোচনা-সভা নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শেষ হয়েছে। তবে, এ সভা থেকে কোনো ঐকমত্য অর্জিত হয়নি। তবে, সভায় এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৬ সালে নিউইয়র্কে একাদশ সভা আয়োজিত হবে। আর একাদশ সভার প্রস্তুতিমূলক কমিশনের প্রথম সভা ২০২৩ সালে ভিয়েনায় আয়োজিত হবে। এনপিটি-র দশম পর্যালোচনা-সভার সভাপতি গুস্তাভো জলাভিনেন ঐকমত্য প্রতিষ্ঠিত না-হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি সমাপন অনুষ্ঠানে বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবারের সভার ফলাফলের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। সিআরআই।


প্রথা ভেঙে
চিরাচরিত প্রথার বাইরে হাঁটতে চলেছেন রানি দ্বিতীয় এলাজাবেথ? বাকিংহাম প্যালেস নয়, স্কটল্যান্ডে তার বালমোরাল ক্যাসেলে হতে পারে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। ব্রিটিশ সংবাদমাধ্যম এমনই দাবি করেছে। শেষ পর্যন্ত তা হলে, ব্রিটেনের ইতিহাসে প্রথম ঘটবে এই ধরনের ঘটনা। রানির বয়স প্রায় ৯৬ বছর। বর্তমানে তিনি স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। বয়সের কারণেই নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের স্থান বদল বলে দ্য সান সংবাদপত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক বা লিজ ট্রসকে স্কটল্যান্ডে তার বালমোরাল ক্যাসেলে যেতে বলা হয়েছে বলেও দাবি পত্রিকার। দ্য সান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ