নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপের ১৫তম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। উত্তেজনার এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
লম্বা সময় বিশ্রাম শেষে এশিয়া কাপ দিয়েই ভারতীয় দলে ফিরলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে চরম অফফর্মে থাকা কোহলির জন্য এবারের এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদীকে ছাড়াই মাঠে নামছে পাকিস্তান।
এশিয়া কাপের আসরে এখন পর্যন্ত ১৫বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে আটবার জয় পেয়েছে ভারত ও পাঁচবার জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। বাকি দুইটি ম্যাচে কোনো ফল আসেনি।
সর্বশেষ দুই আসর, ২০১৬ ও ২০১৮’তে তিনবার মুখোমুখি হয়েছিল তারা। যেখানে তিন ম্যাচেই জয়ের মুখ দেখেছে ভারত। সর্বশেষে ২০১৪ সালে এশিয়া কাপের আসরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে যে কোনো আইসিসি টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছিল পাকিস্তান। ফলে ১০ মাস পর সেই হারের শোধ নিতে চাইবে ভারত। অন্যদিকে ভারতের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পাক বাহিনী।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।