Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।

এদিকে, ‘ক্যাপিটল হিল’ পত্রিকার প্রবন্ধে বলা হয়েছে, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পর মার্কিন সরকার কোভিড-১৯ মহামারীতে তার অকার্যকর প্রতিক্রিয়ার ভুলের পুনরাবৃত্তি করছে।

ওদিকে, আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির রিপোর্ট অনুযায়ী নিউইয়র্কের সুলিভান জেলায় চারটি নর্দমা থেকে নেওয়া নমুনায় পোলিও ভাইরাস শনাক্ত হয়েছে। সুলিভান জেলার কাছাকাছি রকল্যান্ড জেলায় ২১শে জুলাই পোলিও-তে আক্রান্ত এক ব্যক্তির সন্ধানও পাওয়া গেছে।

নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, পোলিও ভাইরাস আবাসিক এলাকাগুলোয় ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যেই রাজ্যে সম্ভবত শত শত লোক সংক্রমিতও হয়েছেন। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ