Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামার আগে সতীর্থের যে বার্তা দিলেন বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:২২ পিএম | আপডেট : ৯:১৯ পিএম, ২৮ আগস্ট, ২০২২

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে নামার আগে সতীর্থদের কড়া বার্তা দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ভারতকে তারা যেভাবে হারিয়ে দিয়েছিলেন সেই ম্যাচটার স্মৃতি সবাইকে স্বরণ করালেন তিনি।

আজ (রোববার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচে নামার আগে সতীর্থদের ডেকে বিশেষ বার্তা দেন পাকিস্তান অধিনায়ক।

তিনি বলেন,‘ আমরা এমন এক শরীরী ভাষা নিয়ে খেলব যেমনটা আমরা বিশ্বকাপের সেই ম্যাচে খেলেছিলাম। ওই ম্যাচটা সবাই মনে করার চেষ্টা কর, পেছনে গিয়ে দেখ। মনে করার চেষ্টা করলেই সব মনে পড়ে যাবে। তখনকার প্রস্তুতি মনে পড়বে। এখানে ভালো প্রস্তুতি নিলে সেটা প্রয়োগ করা সম্ভব। সেরকম হলে ফল পক্ষে আসবেই। বিশ্বাস করো।’

পেসার শাহিন না থাকায় একটা ঘাটতি স্পষ্ট। কিন্তু এই ঘাটতি পূরণে বাকি পেসারদের এগিয়ে আসার আহবান জানান বাবর, ‘আমি জানি আমাদের সেরা পেসার (শাহিন আফ্রিদি) নেই। কিন্তু তার কাজটা অন্যদের করতে হবে। বিশেষ করে পেসারদের। সবাইকে শুভকামনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ