Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ছাড়াও সব দলের পরীক্ষা নিতে চাই-নবী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:১০ পিএম

টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী দল আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১০ ওভারেই ৮ উইকেটে হারিয়ে তার প্রমাণও দিয়েছে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার রাত ৮টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।

তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবী ঘোষণা দিয়েছেন,আমরা পরের পর্বে যেতে চাই, যে দলই আসুক তাদের কঠিন পরীক্ষা নিতে চাই।”

এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে নবী বলেন, আমরা বাংলাদেশে অনেক ক্রিকেট খেলেছি। এখনও হলফ করে বলতে পারছি না শারজার উইকেট কেমন হয়। কখনো মনে হয়েছে পুরোপুরি ব্যাটিং পিচ, কখনো আবার টার্নিং।

দুবাইয়ের উইকেট নিয়ে বলেন,‘ বাংলাদেশ তাদের মাটিতে এমন উইকেটেই খেলে। ঘরের মাঠে তারা অনেক ম্যাচ খেলে। আবার আমরাও শারজায় অনেক ম্যাচ খেলেছি। এই মাঠ দুই দলের জন্যই সুবিধাজনক হবে।'

এশিয়া কাপে নিজেরে লক্ষ্য নিয়ে আফগান এই অলরান্ডার আরও বলেন,‘ আমরা খেলতে হবে বলে খেলতে এসেছি এমন নয়। আমরা নিজেদের শক্তিমত্তা নিয়ে লড়াই করতে চাই। টেস্ট খেলুড়ে দল হিসেবে আমরা এসেছি। উইকেট আমাদের পক্ষে আছে। আমরা পরের পর্বে যেতে চাই, যে দলই আসুক তাদের কঠিন পরীক্ষা নিতে চাই।'

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ