Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ তদন্ত দাবি

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে ধারাবাহিকভাবে দেশটির সরকারগুলো এতোটাই নিপীড়ন করেছে যে তাদের মধ্যে কোনো নেতৃত্বও বলতে গেলে তৈরি হতে পারেনি। ফলে রোহিঙ্গারা নির্যাতিত হলেও তাদের মধ্যে কোনো প্রতিবাদী কণ্ঠ দেখতে পাওয়া যায় না। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা আশার আলো দেখাচ্ছেন ওয়াই ওয়াই নু নামের এক প্রতিবাদী তরুণী। খবরে বলা হয়, ২৯ বছর বয়সী ওয়াই ওয়াই নু এখন নিপীড়িত রোহিঙ্গাদের এক প্রতিবাদী কণ্ঠস্বর। পেশায় আইনজীবী ও মানবাধিকারকর্মী এই নারী মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়টি প্রতিনিয়ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নিয়ে আসছেন। আন্তর্জাতিক পর্যায়ে ক্যাম্পেইনের পাশাপাশি তিনি সোস্যাল মিডিয়াতেও সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর শুরু হওয়া নির্যাতনের বিষয়টি তিনিই প্রথম আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া প্রতিনিয়ত তিনি ফেসবুক ও টুইটারে রাখাইনের পরিস্থিতি তুলে ধরছেন। সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় দেশটির সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। এতে সরকারি কমিশনের তদন্তের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের তত্ত্বাবধানে এ ঘটনার স্বাধীন-নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ