মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীন ও পাকিস্তান সরাসরি রেল ও সামুদ্রিক পণ্য পরিবহন সার্ভিস চালু করেছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ইউনান থেকে প্রথম মালবাহী ট্রেনটি ছেড়েছে বলে সিনহুয়ার খবরে বলা হয়। ৫০০ টন মালামাল বোঝাই একটি ট্রেন ইউনানের কুনমিং ত্যাগ করেছে। মালামাল নিয়ে ট্রেনটি প্রথমে যাবে গুয়াংঝু। সেখানে এই মালামালগুলোকে আবার জাহাজে তোলা হবে। এরপর মালামাল পাঠানো হবে করাচি। এভাবে একটি নতুন রুটের সূচনা হলো বলে বার্তাসংস্থাটি জানায়। সিল্ক রোড ইউনান লিমিটেড বলছে, দেশ দুটির মধ্যে নতুন এই রুটটি চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা বিশ্ব বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। এতে পরিবহন খরচ প্রায় ৫০ ভাগ কমে যাবে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।