Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে ভাইজানের নতুন লুক!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আগস্টের ২৬, সাল ১৯৮৮। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে ৩৪ বছরই আগে আত্মপ্রকাশ করেছিলেন বলিউড ভাইজান সালমান খান। গত শুক্রবার বলিউডে অভিনয়ের ৩৪ বছর পূর্ণ হয়েছে। নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান। ছবির নাম ‘কিসি কা ভাই... কিসি কি জান’, যার ঝলক প্রকাশ করলেন সালমান নিজের নতুন চেহারা পোস্ট করে।

ভাইজান সেই সঙ্গে ফিরে গেলেন শুরুর কথায়। স্মৃতিমেদুর অভিনেতা লিখলেন, ‘৩৪ বছর আগেও এ দিনটা ছিল আর ৩৪ বছর পরেও রয়েছে... আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। আমাকে এত পথ এগিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

সালমান জানিয়েছেন, তার নতুন ছবি অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সে ভরপুর। মজার বিষয় হল, এই শিরোনামটি সালমানেরই আরেক ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’-এর কথা মনে করিয়ে দেয়। যার শ্যুটিং এখনও চলছে। অনেকে মনে করছেন, সেই ছবিরই নাম বদলে ‘কিসি কা ভাই... কিসি কি জান’ রাখা হয়েছে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে এমন কোনও ঘোষণা করেননি।

এ ছাড়াও সালমানের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। সেই তালিকায় রয়েছে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘বজরঙ্গি ভাইজান ২’। তাছাড়া শাহরুখ খানের ‘পঠান’-এও অতিথি চরিত্রে দেখা যাবে ভাইজানকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, আউটলুক ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ