Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে গাইডের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী পর্যটক ধর্ষিত

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের নতুন দিল্লীতে একটি পাঁচ তারকা হোটেলে এক মার্কিন নারী ধর্ষিত হয়েছে। ওই নারী পর্যটককে তার কক্ষে চার বন্ধুকে নিয়ে ধর্ষণ করে তার গাইড।পুলিশ জানায়, ধর্ষিতা ওই মার্কিনী এ-মেইলে তাদের কাছে এ অভিযোগ করে। তিনি এতে বলেন, দিল্লী এসে তিনি এ ব্যাপারে জবানবন্দী দেবেন এবং এফআইআর দায়ের করবেন। হোটেল কর্তৃপক্ষ অনুমোদিত একটি প্রতিষ্ঠান থেকে তিনি গাইড নিয়েছিলেন। একদিন সে তাকে শহর ঘুরিয়েও দেখিয়েছে। তার পরদিন সে তার চার বন্ধুকে নিয়ে তার ভ্রমণের ব্যাপারে পরিকল্পনার প্রস্তাব দেয়। এরপর তার কক্ষেই গাইডের চার বন্ধু নিয়ে ওই মার্কিন নারী পর্যটক মদপান করেন। এ অবস্থায়ই তার গাইড তার ওপর চড়াও হয় এবং একে একে তার চার বন্ধুসহ তাকে ধর্ষণ করে চলে যায়। ঘটনার তাৎক্ষণিক পরই ওই মার্কিন নারী পর্যটক দেশে ফিরে যান। ই-মেইলে ওই নারী জানান, তিনি তার পরিবারকে বিষয়গুলো বলেননি এবং এ নিয়ে খুব বিষণœ আছেন। বিষয়টি তিনি তার এক আইনজীবি বন্ধুকে জানাবার পর সে তাকে এ ব্যাপারে ভারতীয় কোন এনজিও’র শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। হাইলাইটস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ