Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘যাকাতের ধর্মীয় পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক অনেক গুরুত্ব রয়েছে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১০:৩২ পিএম

যাকাতের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, যাকাত দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে অবস্থিত মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে ‘যাকাত এডমিনিস্ট্রেশন: প্রিন্সিপাল এন্ড কন্টেম্পরারি প্র্যাকটিসেস’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক থিংকট্যাংক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিআইআইটি-র ট্রাস্টি মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বইয়ের প্রকাশনা উৎসবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিআইআইটি-র মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ । ‘তিনি বলেন, বিআইআইটি-র প্রতিষ্ঠাকাল থেকে এর লক্ষ্য, উদ্দেশ্য ও সামগ্রিক কর্মকান্ড তুলে ধরেন । এরপর বইয়ের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন , যাকাত হল ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ যা সমাজে সম্পদ পুনঃবন্টন এবং দারিদ্র্য, ক্ষুধা এবং অন্যান্য সামাজিক সমস্যা দূর করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় ।’

তিনি আরও বলেন, ‘সাদাকাহ যা স্বাভাবিক দাতব্য, তার বিপরীতে যাকাত হল ইসলামের একটি ধর্মীয় বাধ্যবাধকতা যা প্রদান করার যোগ্য ব্যক্তিদের জন্য এটি একটি বাধ্যতামূলক কাজ । যাকাত হল নিজের সম্পদকে পবিত্র করার একটি উপায় এবং এটি সমাজে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্জনে সহায়তা করে । তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দুটি দৃষ্টান্ত তুলে ধরেন, প্রথম ঘটনাটি খলিফা উমর ইবনুল খাত্তাবের সময়ের এবং দ্বিতীয় ঘটনাটি খলিফা ওমর বিন আব্দুল আজিজের সময়ের ।’

প্রধান আলোচক হিসেবে বইয়ের পরিচিতি ও মূল বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স, ইউএসএ’র ইকোনমিক্স ও ফিনান্স বিভাগের অধ্যাপক এবং উক্ত বইয়ের লেখক ড. এম. কবির হাসান। তিনি বই-এ উল্লেখিত অধ্যায়সমূহের বিষয়বস্তু তুলে ধরে বলেন, ‘যাকাতের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। যাকাত দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি যাকাত ও কর এর মধ্যে মৌলিক পার্থক্য ব্যাখ্যা করেন এবং যাকাতের নিসাব ও খাতসমূহ আলোচনা করেন।তিনি বলেন বিআইআইটি প্রকাশিত যাকাত এডমিনিস্ট্রেশন বইটি পাঠকদেরকে যাকাত বিষয়ক মৌলিক ধারণার পাশাপাশি যাকাত প্রশাসনের নীতিমালা সম্পর্কে অবহিত করবে।’

এছাড়া আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালেশিয়া –এর প্রাক্তন অধ্যাপক ড. আতাউল হক প্রামানিক; ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংক –এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং আইসিবি ইসলামি ব্যাংক –এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোঃ ফরিদ উদ্দিন আহমেদ; বিশিষ্ট ইসলামিক উলামা ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মুহাম্মদ মনজুর-ই-এলাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ